বগুড়া জেলার আদমদীঘি উপজেলার জংশন খ্যাত শহর সান্তাহার রেলওয়ে স্টেশনে শনিবার (৩০ অেক্টোবর) বেলা সাড়ে দশ ঘটিকার সময় “কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষে সমাবেশ ও র্যালির আয়োজন করে সান্তাহার রেলওয়ে পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব সামিউল আযমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার পৌর সভার সাত নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুস, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক জনাব নূর-নবী, সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে সাংবাদিক সাগর খান, সাংবাদিক নয়ন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তরা আইন শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মুল, টিকিট কালোবাজারি রোধ, বাল্য বিবাহ রোধ, আবাসিক হোটেলের অবৈধ দেহ ব্যাবসা বন্ধ, স্টেশন এলাকা থেকে পকেটমার, চাঁদাবাজি, হকার উচ্ছেদ, হিজরা উচ্ছেদ, প্ল্যাটফর্ম থেকে অবৈধ দোকান উচ্ছেদ, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে একটি র্যালি বের হয়ে স্টেশন এলাকা প্রদক্ষিন করে।
Leave a Reply