ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি মা হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম হয় তার। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।
এক বছরেরও বেশি সময় ধরে পর্দার আড়ালে অভিনেত্রী পপি। সবকিছু থেকে নিজেকে লুকিয়ে রখেছেন। এরপর গুঞ্জন ছড়ায় এক শিল্পপতিকে বিয়ে করেছেন এই নায়িকা। এবার শোনা গেল, তিনি পুত্র সন্তানের মা হয়েছেন।
এক পরিচালক বলেন, শুনেছি পপি মা হয়েছে। বর্তমানে মা-ছেলে দুজনই ভালো আছে। যতদূর জানি ডাক্তারের দেওয়া তারিখ অনুযায়ী আগামী নভেম্বর তার সন্তান জন্ম দেয়ার দিন ছিল। নির্ধারিত তারিখের আগেই সন্তান জন্ম দিয়েছেন তিনি। এর আগে আমরা জেনেছি ৭ মাসের অন্তঃসত্ত্বা পপি। তার অন্ত”সত্ত্বার খবরটি শতভাগ সত্য।
Leave a Reply