চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ২০ জনকে আটক করে মামলা দায়ের করেছে র্যাব-৫ এর সদস্যরা। শনিবার (৩০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রেহাইচর গ্রামস্থ ডা. আ. ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-মোঃ খাইরুল ইসলাম (২৭), মোঃ ওয়াসিম আকরাম (৪০), মোঃ মোজাহার হোসেন (২৬), মোঃ আল আমিন (২৫), শ্রী বুধন চৌধুরী (৩৮), মোঃ আব্দুল মোমিন (২৫), মোঃ ইউসুফ আলী (২৫), মোঃ শরিফুল (২০), মোঃ পিয়াস (২০), মোঃ মিমন (২০), মোঃ জিয়াউর রহমান (৩২), মোঃ বাসেদ আলী (৪১), মোঃ রিপন (৪০), মোঃ দুরুল (৪০), মোঃ মনিরুল (৫০), মোঃ রফিকুল (২৮), মোঃ এতাবুল হক (৪০), মোঃ মেসবাউল হক (৩২) ও মোঃ রেজাউল করিম (৪৪)।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ ঘটনায় চাঁপানবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply