নীলফামারীর ডোমার উপজেলায় ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে কৃমির ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ/২০২১’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০শে অক্টোবর) সকাল ১০টায় ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের দৃষ্টিনন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সোনারায় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ/২০২১’ এর উদ্বোধন করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
এসময় উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, সোনারায় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রমণী কান্ত রায় প্রমুখ।
উল্লেখ্য যে, ৩০অক্টোবর থেকে আগামী ৫ই নভেম্বর পর্যন্ত ডোমার উপজেলার বিভিন্ন বিদ্যালয়-মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্রে কৃমি নিয়ন্ত্রক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে এবারের ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালিত হবে।
Leave a Reply