জলবায়ু সম্মেলেন ‘কনফারেন্স অব পার্টিজ’ কপের ২৬তম অধিবেশন যোগ দিতে রোববার (৩১ অক্টোবর) গ্লাসগোর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য সম্মেলেনের দ্বিতীয় দিন ১ নভেম্বর ভাষণ দেবেন তিনি।
শনিবার (৩০ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সফরে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক এবং কয়েকটি সমঝোতা স্মারক (ও লেটার অফ ইনটেন্ট) সই হতে পারে। এছাড়া বঙ্গবন্ধুর নামে ইউনেসকো ঘোষিত পুরস্কারও তুলে দেবেন শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের গ্লাসগোতে কপ-২৬ এ গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরবেন।
১৪ দিনের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্স ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্রিন্স অব ওয়েলস, ফ্রান্সের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতিসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউনেসকোর নির্বাহী বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে। ১১ নভেম্বর প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
Leave a Reply