শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারালো দক্ষিণ। এর ফলে অফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারের ৪ বলে দরকার ১৪ রান। ডেভিড মিলারের অনবদ্য ২৩ রানে ৪ উইকেট ও ১ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
এর আগে দক্ষিণ আফ্রিকাকে ১৪৩ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। এই ম্যাচে জয় নিয়ে সেমির রেসে টিকে থাকতে লড়াই করে দুদলই।
শনিবার (৩০ অক্টোবর) শারজাহর শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানেই কুশল পেরেরাকে হারায় লঙ্কানরা। এরপর আসালাঙ্কাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন নিশাঙ্কা। আসালাঙ্কা দলীয় ৬১ রানে ব্যক্তিগত ২১ রানে রান আউটে কাটা পড়ে। একরান পরেই তৃতীয় উইকেটে নামা রাজাপাকসেকে রানের খাতা খোলার আগেই ফেরান শামসি। দলীয় ৭৭ রানে ফার্নান্দো শামসির দ্বিতীয় শিকারে পরিণত হন।
দলীয় ৯১ রানে হাসারাঙ্গাকে মার্করামের ক্যাচ বানিয়ে ম্যাচে তৃতীয় উইকেট তুলে নেন শামসি। ১১০ রানে অধিনায়ক দাসুন শানাকাকে ব্যক্তিগত ১১ রানে ফেরান প্রিটোরিয়াস। করুণারত্নে দলীয় ১৩১ রানে প্রিটোরিয়াসের দ্বিতীয় শিকারে পরিণত হন। নিশাঙ্কা ৫৮ বলে ৬ চার ও ৩ ছয়ের সাহায্যে ৭২ রানের ইনিংস উপহার দেন। ১৪২ রানে নর্টজে দুশমান্থ চামিরাকে বোল্ড করেন। লাহিরু কুমারা ইনিংসের শেষ বলে রান আউটের শিকার হন।
তাবারাইজ শামসি ও ডুয়াইন প্রিটোরিয়াস প্রত্যেকে ৩টি করে এবং এনরিখ নর্টজে ২টি উইকেট নেন।
Leave a Reply