বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় থানা পুলিশের উদ্যোগে শনিবার (৩০ অক্টোবর) বিকেলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এমন শ্লোগানকে প্রতিপাদ্য বিষয় করে সারা দেশের ন্যায় আদমদিঘী থানা পুলিশের উদ্যোগে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের রামপুরা গ্রামে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদমদিঘী থানার পরিদর্শক প্রদীপ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন-থানার অফিসার ইনচার্জ জনাব জালাল উদ্দীন, আদমদিঘী সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব গোলাম মোম্তফা বাবলু, বীর মুক্তিযোদ্ধা জনাব আক্বাস আলী, রামপুরা গ্রামের মন্দির কমিটির সভাপতি ঈশ্বর চন্দ্র পাল, আওয়ামী লীগ নেতা এবুর আলী দীনেন চন্দ্র পালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply