আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়। শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার সময় এ সংঘর্ষ হয়।
এ ঘটনার পর চমেক কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে শিক্ষার্থীদের।
আহত শিক্ষার্থীরা হলেন- নাইমুল ইসলাম (২০), আকিব হোসেন (২০) ও মাহফুজুল হক (২৩)। তিনজনই চমেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
শনিবার (৩০ অক্টোবর) এতথ্য জানান চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার।
এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সার্জারি বিভাগের প্রফেসর মতিউর রহমানকে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
Leave a Reply