ক্ষমতাচ্যুত অং সান সুচির ঘনিষ্ঠ সহযোগী উ উইন হেইথেনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সামরিক সরকারের অধীনে আদালত সু চির দলের কোনো সদস্যর বিরুদ্ধে এই রায়।
শুক্রবার (২৯ অক্টোবর) জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানায়, ৭৯ বছর বয়স্ক উ উইনকে শুক্রবার এই কারাদণ্ড দেয়া হয়। উ উইন সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির জ্যৈষ্ঠ সদস্য।
উ উইনের আইনজীবী মিন্ট থুইন জানান, রাজধানী নাইপিদোতে একটি বিশেষ আদালতে রাষ্ট্রদ্রোহের দায়ে এই কারাদণ্ড দেয়া হয়।
ফেব্রুয়ারিতে সামরিক জান্তা সরকার অবৈধভাবে ক্ষমতা গ্রহণের পর তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছে ডয়েচে ভেলে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। পরে সু চিসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হয়।
Leave a Reply