ফেসবুক’র নাম পরিবর্তন করা হয়েছে। ব্র্যান্ড পুনর্গঠনের উদ্দেশ্য হিসেবে নিজেদের নামে পরিবর্তন। ফেসবুক কর্তৃপক্ষ তার নাম পরিবর্তন করে ‘মেটা’ নির্ধারণ করেছে। এখন থেকে ‘মেটা’র অধীনে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ প্রতিষ্ঠানটির সব সেবা থাকবে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নতুন নাম ঘোষণা করেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে- এমন গুঞ্জন চলছিল কয়েকদিন ধরে।
সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফেসবুকের নাম মেটা রাখার ঘোষণা দেন জাকারবার্গ। একইসঙ্গে মেটাভার্স সংযুক্ত করার বিস্তারিত পরিকল্পনা পেশ করেছেন তিনি।
জাকারবার্গ বলেন, আমরা এমনটি একটি প্রতিষ্ঠান যা ব্যবহারকারিদের আরও বেশি যোগাযোগের জন্য প্রযুক্তি তৈরি করব। মূল কোম্পানির নাম পরিবর্তন করে “মেটা” করা হচ্ছে শুধুমাত্র তার সমস্যাযুক্ত সামাজিক নেটওয়ার্কের বাইরে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করার জন্য।
তিনি বলে, ‘আমরা সামাজিক সমস্যাগুলোর সাথে লড়াই করে এবং বন্ধ প্ল্যাটফর্মের অধীনে জীবনযাপন করার থেকে অনেক কিছু শিখেছি এবং এখন সময় এসেছে আমরা যা শিখেছি তা গ্রহণ করার এবং পরবর্তী অধ্যায় তৈরিতে সহায়তা করার।
২০১৫ সালে গুগলের সব সেবা ‘অ্যালফাবেট’ নামের প্রতিষ্ঠান গঠন করে তার অধীন নিয়ে যাওয়া হয় ।
Leave a Reply