সীতাকুণ্ডে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। নিহতের নাম যুথী সূত্রধর (১৮)। বুধবার (২৭ অক্টোবর) রাত ৮টায় প্রেমতলা লোকনাথ আশ্রমের সামনে রাম ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বনিক ঘটনাস্থলে পৌঁছেছেন। মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে সীতাকুণ্ডের প্রেমতলা এলাকার রাম সূত্র ধরের কন্যা যুথী সূত্রধরের সাথে কুমিরা এলাকার স্বর্ণ দোকানের ম্যানেজার অভি ধরের (২২) প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। তারা অভিভাবকের অগোচরে গিয়ে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর তাদের মধ্য বিনিবনা হতে থাকে। পরে ডিভোর্স হয়। বুধবার হঠাৎ ছেলে মেয়ের বাড়িতে এসে যুথীকে ধারালো ছুরি দিয়ে কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়।
পরে মুমুর্ষ অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার সময় স্বামী অভিধরও নিজেকে নিজে ছুরিকাঘাত করে আহত হয়।
Leave a Reply