অবশেষে দুইদন পর মুক্তি দেওয়া হলো সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে। তবে সেনা অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের দাবি জীবন বাঁচাতেই তাকে সেনাবাহিনীর কাছে রাখা হয়।
অবৈধভাবে ক্ষমতাগ্রহণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দেশটিতে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানুষ রাস্তায় নামে। এ সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি করেছে সুদানের সেনা সদস্যরা। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন।
বুধবার (২৭ অক্টোবর) দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। ১৪৪ ধারা উপেক্ষা করে রাস্তায় হাজারো মানুষ।
এদিকে, এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেন, সুদানের মানুষ সেনা শাসন চায় না। অবৈধভাবে আটক বন্দিদের দ্রুত মুক্তির আহ্বান জানাচ্ছি।
Leave a Reply