আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীন ইনজীবী আবদুল বাসেত মজুমদার মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৭ অক্টোবর) তার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ বসবে না।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আবদুল বাসেত মজুমদার গরিবের আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় আব্দুল বাসেত মজুমদারকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (২৫ অক্টোবর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামে জন্মগ্রহন করেন আব্দুল বাসেত মজুমদার । ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
Leave a Reply