টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছেও হারও বাংলাদেশ। বুধবার (২৭ অক্টোবর) আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নামে মাহমুদুল্লারল। ১২৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
কম রানের লক্ষ্যে খেলতে নেমে ইংলিশদের মাত্র ১৪.১ ওভার মাঠে ব্যাট হাতে থাকতে হয়। দুই ওপেনারের জুটি লম্বা হয় ৩৯ রান পর্যন্ত। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে নাসুম আহমেদের বলে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জশ বাটলার (১৮)।
জেসন রয়ের ৬১ (৩৮) ও দাউইদ মালানের অপরাজিত ৩২ রানে ভর করে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংলিশরা। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও বিশ্বকাপে অভিষিক্ত শরিফুল ইসলামের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার, জেসন রয়, দাওয়িদ মালান, ইয়ন মরগ্যান, জনি বেয়ারেস্টা, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিরস।
Leave a Reply