চট্টগ্রামের হাটহাজারীতে ট্রিপল মার্ডার মামলায় ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির সাজা পাল্টে যাবজ্জীবন কারাদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ আসামির মধ্যে তিনজনের সাজা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই প্রদান করেন।
২০০৩ সালের ২৬ মে তিন জনকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় বিচারিক আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান কনেন। এরপর হাইকোর্ট থেকে সবাইকে খালাস দেওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের আপিল করা হয়। আপিলে শুনানি নিয়ে আপিল বিভাগ মঙ্গলবার চুড়ান্ত রায় ঘোষণা করে।
মামলার বিবরণে প্রকাশ, ৩ সহোদরকে কুপিয়ে হত্যা কর হয়। এ ঘটনায় নিহতের ভাই কাজি মফজল মাস্টার ওই সময় ২২ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় বিচার চলাকালীন সময় একজন মারা গেলে আদালত বাকি ২১ জন থেকে ৫ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর, ৮ জনকে যাবজ্জীবন কারদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ বছর কারাদণ্ড দেয় চট্টগ্রাম আদালত।
Leave a Reply