মাদককান্ডে গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ান খানের মামলায় নয়া মোড়। মঙ্গলবার (২৬ অক্টোবর) বম্বে হাইকোর্টে আরিয়ানের মামলার শুনানি হয়। এর মধ্যে আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে উদ্ধার করা হয়েছে চাঞ্চল্যকর তথ্য।
কিছুদিন আগেই মাদক মামলায় আরিয়ানের চ্যাট থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করে এনসিবির দফতরে ডাকা হয় অনন্যা পাণ্ডেকে। এবার সেই হোয়াটস অ্যাপ চ্যাট থেকে জানা গেল কোকেন কেনা নিয়ে পরিকল্পনা করেন আরিয়ান।
সেখানে তিনি লিখেন,’আগামিকাল কোকেন’। ঐ চ্যাটে এনসিবিকে নিয়ে বন্ধুদের সঙ্গে মজাও করেন শাহরুখ পুত্র।
হোয়াটসঅ্যাপ চ্যাটে ৮০ হাজার টাকার মাদক অর্ডার করেন আরিয়ান। কিছুদিন আগে অনন্যার সঙ্গে মাদক নিয়ে আলোচনা করার চ্যাট সামনে আসে। যেখানে আরিয়ানকে গাঁজা জোগাড় করে দেওয়ার কথা বলেন অনন্যা। মঙ্গলবার বম্বে হাইকোর্টে এনসিবি জানিয়েছে যে আরিয়ান খানের সঙ্গে আন্তর্জাতিক মাদকচক্রের যোগাযোগ রয়েছে। আরিয়ান নিজেও স্বীকার করেছে গত চার বছর ধরে মাদকদ্রব্য সেবন করছেন তিনি।
তবে এনসিবির দাবি কেবল মাদকসেবন নয়, মাদক কেনা বেচাও করেন আরিয়ান। অচিত কুমারের কাছ থেকেই ৮০ হাজার টাকার মাদক অর্ডার করেন আরিয়ান।
Leave a Reply