নীলফামারীর ডোমার পৌরসভার আসন্ন ৫ম সাধারণ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গণেশ কুমার আগরওয়ালাকে জয়যুক্ত করতে নৌকা মার্কার প্রচারণা চালিয়েছে ডোমার পৌর ছাত্রলীগ।
রোববার (২৪শে সেপ্টেম্বর) সকাল থেকে ডোমার পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায় ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা’র নির্দেশনায় পৌর এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার পক্ষে ভোট চান ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, ১নং ওয়ার্ডে শান্ত রহমান, ২নং ওয়ার্ডে ইয়ামিন ইসলাম রাহি, ৪নং ওয়ার্ডে শাওন ইসলাম, ৬নং ওয়ার্ডে ছাত্রলীগ নেতা আজমির রহমান রিশাদ, ৮নং ওয়ার্ডে সাহেদ বর্ষণের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নৌকার পক্ষে ভোট চান।
ছাত্রলীগ নেতা আজমির রহমান রিশাদ জানান, ডোমার পৌর ছাত্রলীগের নির্দেশনায় নৌকার জয় নিশ্চিতকল্পে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ব্যর্থ মেয়রের পরিবর্তন এনে ডোমার পৌরসভাকে বাঁচিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা প্রবাহমান রাখতে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে নৌকা মার্কার কর্মী-সমর্থকরা আশাবাদী।
এবিষয়ে ডোমার পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায় বলেন, অবহেলিত ডোমার পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী গণেশ কুমার আগরওয়ালা’র নৌকা মার্কাকে জয়যুক্ত করতে পৌর ছাত্রলীগের নির্দেশনায় নেতাকর্মীরা মাঠে নেমেছে। নৌকার জয় আনতে তাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই। নৌকার জয় নিশ্চিত না হওয়া অব্ধি এমন কর্মসূচি চলমান থাকবে।
উল্লেখ্য যে, আগামী ২রা নভেম্বর ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচন ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি বুথে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
Leave a Reply