বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভার কলসা মিশন প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোজাম্মেল হক নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সান্তাহার পৌর সভার কলসা মিশন প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাঁজা বিক্রয় করার সময় ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. মোজাম্মেল হক আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের বেপারী পাড়া মহল্লার মৃত ইয়াছিন আলীর পুত্র।
এ বিষয়ে সান্তাহার টাউন ফাঁড়ির পরিদর্শক জনাব আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির খবর পেয়ে সহকারী পরিদর্শক জনাব রুস্তম ফারুককে অবগত করি। এরপর তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার (২৫ অক্টোবর) আসামিকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply