কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া মূল মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে তারা মামলার তদন্ত করবে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, চিঠি পেলে মামলার যাবতীয় নথি সিআইডিতে হস্তান্তর করা হবে।
মামলায় গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চারজন ৭ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। অপর আসামিরা হলো-রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।
১৩ অক্টোবর কোতোয়ালি মডেল থানার এস.আই হারুন অর রশীদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও অবমাননার অপরাধে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
এর আগে ঘটনার দিন ফেসবুকে লাইভ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলাও সিআইডি তদন্ত করছে। এ মামলায় অভিযুক্ত ফয়েজ আহমেদকে সিআইডি ২ দিনের রিমান্ডে নেয়। শুক্রবার সে আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেয় বলে সিআইডি পুলিশ সুপার জানান।
Leave a Reply