রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতের নাম মো. ফরিদুল ইসলাম। তার বাড়ি পঞ্চগড়।
শুক্রবার (২২ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে হযরত শাহ আলী (রহঃ) মাজার শরীফের ১নং গেইটের সামনে থেকে তাকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
শাহ আলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান জানান, থানা এলাকায় হোন্ডা মোবাইল ডিউটিতে থাকা একটি টিম সংবাদ পায়, হযরত শাহ আলী (রহঃ) মাজার শরীফের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা ও তার প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয় একশ পিস ইয়াবা।
শাহ আলী থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply