সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি হলেন-আবদুল হামিদ আল মাতার। খবর আল জাজিরার।
শুক্রবার (২২ অক্টোবর) মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিজবি এক বিবৃতিতে বলেন, আল-কায়েদার এ নেতার মৃত্যুর মধ্য দিয়ে ফের মার্কিন নাগরিকদের হামলা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হুমকি দেওয়া বাধাগ্রস্ত হবে।
মাএমকিউ-৯ এয়ারক্রাফট ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। হামলায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুইদিন আগে সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন একটি ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছিল।
এর আগে সেপ্টেম্বরে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সেলিম আবু-আহমেদ নিহত হন।
Leave a Reply