কুড়িগ্রামের উলিপুরসহ দেশর বিভিন স্থানে মদির প্রতিমা ও হিদু সম্প্রদায়ের বাড়ি ঘর ভাংচুরের প্রতিবাদের গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টাবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিজয় মঞ্চ চত্বরে বাংলাদেশ হিদু-বদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ উলিপুর উপজেলা শাখার আয়াজন এ কর্মসূচী পালিত হয়।
উপজেলা হিদু-বদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদর সভাপতি পার্থ সারথী সরকারের সভাপতিত্বে ও বিপ্লব মজুমদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন, হিদু-বদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল রায়, পূর্জা উদযাপন পরিষদের সভাপতি সমেন্দ্র প্রসাদ পান্ড গবা, সাধারণ সম্পাদক নারায়ন চদ্র বর্মন, যুগ্ম সম্পাদক অলক সরকার, সাংগঠনিক সম্পাদক সুনিল চক্রবর্তী ও রথীন্দ্র প্রসাদ পান্ডে খােকন।
সমাবেশে সংহতি প্রকাশ কর বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গােলাম হােসেন মটু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মেয়র মামুন সরকার মিঠু, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ হাড়ি, সাইদুল হক বাচু, শাহীনুর আলমগীর, সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার গােলাম মােস্তফা, সাতদগাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের, সাবেক সিভিল সার্জন লােকমান হাকীম প্রমুখ।
Leave a Reply