কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রাখা ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে কুমিল্লায় কুমিল্লা আনা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লা পুলিশ লাইনে প্রবেশ করে ইকবালকে বহনকারী মাইক্রোবাসটি। ইকবালকে সেখানেই রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এ তথ্য নিশ্চিত করেছন।
এরআগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে রাত ১১ টা থেকে সকাল ৬ পর্যন্ত ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে মাইক্রোবাসে দেয় কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দেয় পুলিশ। এরপর কুমিল্লা জেলা পুলিশের হাতে ইকবালকে তুলে দেয় কক্সবাজার পুলিশ।
ইকবালকে ধরতে পুলিশকে সহযোগীতা করেন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু, তার বন্ধু তারেক রায়হান ও সাজ্জাদুর রহমান অনিক।
Leave a Reply