বগুড়া জেলার আদমদীঘি উপজেলার অধিনস্ত রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহারে চিলাহাটি থেকে খুলনাগামী সিমান্ত এক্সপ্রেস ট্রেনে তিন লিটার চোলাই মদসহ নাসিম নামের এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শাকিউল আযমের নেতৃত্বে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সান্তাহার চৌকির পরিদর্শক সাজ্জাদ হোসেন তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে চিলাহাটি থেকে খুলনা গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় ট্রেনের ‘খ’ বগির দরজার সামনে থেকে ৩ লিটার চোলাই মদসহ মো. নাসিম ওরফে রুবেল (৩৮) কে আটক করা হয়। তার বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার নথন মাদিলাহাট গ্রামে। তিনি মোয়াজ্জেম হোসেন মন্ডলের ছেলে।
সান্তাহার জিআরপি থানার কর্মকর্তা শাকিউল আযম বলেন, বৃহস্পতিবার (২১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালিয়ে ৩ লিটার চোলাই মদ জব্দসহ আসামিকে আটক করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply