জাপানে থাকা মেয়েকে হাজির করানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক ইমরান শরীফ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
এর আগে বড় ও মেজ মেয়েকে হাইকোর্টে হাজির করানোর নির্দেশনা চেয়ে রিট করেন ইমরান শরীফের সাবেক স্ত্রী জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো। এরইপ্রেক্ষিতে দুই মেয়েকে নিয়ে আসা হয়।
ইমরান শরীফের বিরুদ্ধে তার জিম্মায় থাকা দুই সন্তানকে নির্যাতনের অভিযোগে ডা. এরিকো নাকানো মামলা দায়েরের পর তাদের উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর হাইকোর্টের নির্দেশে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে ৩১ আগস্ট পর্যন্ত রাখা হয় দুই শিশুকে। সেইদিন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা মা এবং বিকাল ৩টা থেকে রাত ৮টা অবধি বাবা সন্তানদের সঙ্গে থাকতে পারবেন বলে আদালত সময় বেঁধে দেন।
তবে মেয়ে দুটির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন উচ্চ আদালত। ডা. এরিকো নাকানোর করা রিটের শুনানিতে হাইকোর্ট এসব আদেশ দেন।
Leave a Reply