নীলফামারী জেলার ডোমার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গণেশ কুমার আগরওয়ালার নৌকা মার্কার পক্ষে নির্বাচনী পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১শে অক্টোবর) রাত ৮টায় পৌর এলাকার ১নং ওয়ার্ডে ভোটারদের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করেন ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌর নির্বাচনে নৌকার মেয়র পদপ্রার্থী গণেশ কুমার আগরওয়ালা।
ডোমার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ৭নং বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন, ডোমার পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুর রহমান রবি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মানজিলুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী, উপজেলা কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমিন জাহান, পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা সহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার মেয়রপ্রার্থী গণেশ কুমার আগরওয়ালা বলেন, ভোটারদের মূল্যবান ভোট ও দোয়ায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিন। অবহেলিত পৌরসভাকে বাঁচাতে ও উন্নয়নের ধারাকে সচল করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ চাই। আমি জয়ী হলে ডোমার পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবো।
উল্লেখ্য যে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণির মর্যাদার ডোমার পৌরসভায় আগামী ২রা নভেম্বর ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৫১টি বুথে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply