স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লায় মন্দিরে কোরআন রাখার ঘটনাটি পরিকল্পিত। কারও নির্দেশে এই কাজ করা হয়েছে।
তিনি বলেন, দেশের পরিবেশ এখন শান্ত, কুমিল্লার ঘটনাটি কিছু বিচ্ছিন্ন্ ঘটনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইকবালকে যারা পূজামণ্ডপে কোরআন রাখতে পাঠিয়েছিল তারাই হয়তো তাকে লুকিয়ে রেখেছে। সে মোবাইল ফোন ব্যবহার না করায় তার অবস্থানও শনাক্ত করা যাচ্ছে না।
মন্ত্রী বলেন, সিসি টিভির ক্যামেরায় দেখা গেছে সে (ইকবাল) রাতে মসজিদে তিনবার গেছে। এরপর মসজিদ থেকে কোরআন এনে পূজামণ্ডপে রেখে মূর্তির গদাটি কাঁধে করে নিয়ে আসে। তাকে ধরতে পারলে সব জানা যাবে।
Leave a Reply