শাহরুখপুত্র আরিয়ান খানের জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে আবার কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন মুম্বাইয়ের এক বিশেষ আদালত। বুধবার (২০ অক্টোবর) দুপুরে তার জামিন শুনানি শুরু হয়। তবে তার জামিন না মঞ্জুর করা হয়।
জামিন না পাওয়ায় আরও কয়েক দিন কারাগারেই থাকতে হবে তাকে। তার সঙ্গে আরও দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ।
বুধবার (২০ অক্টোবর) আরিয়ানের জামিনের শুনানির আগে এনসিবি-র কর্মকর্তারা আদালতের হাতে নতুন তথ্য তুলে দেন। উঠতি এক বলিউড অভিনেত্রীর সঙ্গে শাহরুখ খানের ছেলে মাদক বিষয়ে আলোচনা করেন। প্রমোদতরীর ওই পার্টিতে যোগ দেয়ার আগে। এর আগে ১৪ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন নামঞ্জুর হয়।
Leave a Reply