যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করছে রাজারবাগ দরবার শরীফ।
বুধবার (২০ অক্টোবর) এক বার্তায় রাজারবাগ দরবার শরীফ মুখপাত্র, আল্লামা মুহম্মদ মাহবুব আলম জানান,পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১৪৪৩ হিজরী উদযাপন উপলক্ষে “আন্তর্জাতিক সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন কমিটি ও আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র”র উদ্যোগে আয়োজিত রাজধানী রাজারবাগ দরবার শরীফের মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা প্রাঙ্গণে বিশেষ মোনাজাত করা হয়। সুন্নতী জামে মসজিদে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে সন্ধ্যা রাত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের নিয়ে পবিত্র কোরআন শরীফ খতম জিকির-আজগার ও কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ পাঠ শেষে সৃষ্টির শুরু হতে আজ পর্যন্ত সমস্ত মুসলামনদের জন্য দোয়া-মুনাজাতে মহান রাব্বুল আলামিন এবং উনার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিশেষ রহমত মুবারক কামনা করেন।
তিনি জানান, বিশেষ করে পবিত্র রাজারবাগ দরবার শরীফে ১২ই রবিউল আওয়াল উপলক্ষে বেশ কিছু কর্মসূচি পালিত হয়। যেমন বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল, প্রিয় নবীজির জীবনী নিয়ে রচিত বই প্রদর্শনী, সুন্নতি দ্রব্যের প্রদর্শনী, শতাধিক সু-সজ্জিত গাড়িতে রাজধানীর রাস্তায় বিশেষ র্যালী, দেশ-বিদেশে একযোগে কোটি কোটি মিলাদ শরীফ মাহফিল, জনগণের মাঝে ৬৩ হাজার প্যাকেট তাবারুক বিতরণ ও প্রিয় নবীজির আকিক্বা হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় গরু বস ওয়ান বস টু ও মহিষসহ অসংখ্য খাসী জবাই করা হয়। উল্লেখ্য ঢাকাস্থ রাজারবাগ দরবার শরীফে ১২ই রবিউল আউয়াল বা সাইয়্যিদুল আইয়াদ শরীফ উপলক্ষে ৬৩দিন ব্যাপী মাহফিল চলমান আছে।
Leave a Reply