সম্প্রীতি নষ্টের চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যত দ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
এসময় ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, মঙ্গলবার (১৯ অক্টোবর) ঘটনাস্থলে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে সোমবার (১৮ অক্টোবর) রাতে পরিতোষ নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, ফেসবুকের গুজবে রাতে আগুনে পুড়ে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া। সব হারিয়ে নিঃস্ব হয় অর্ধশতাধিক পরিবার। এসময় ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply