জয়পুরহাটে ছোট বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরদের হামলায় মারা গেল বড় ভাই মইনুল ইসলাম (২০)। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, সদর উপজেলার জগদিশপুর গ্রামে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করে বড় ভাই মইনুল। এসময় বখাটেরা তার উপর হামলায় চালায়। এতে সে গুরুতর অঅহত হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়েছৈ।
Leave a Reply