রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ। তারা হলো-সানজিদা আক্তার ওরফে তুন্তী, মো. রাজু মোল্লা ওরফে সুজন ও মনি ইসলাম।
সোমবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে শাহআলী থানার বি ব্লকের ১নং রোড এলাকায় অভিযান করে তাদেরকে গ্রেফতার করা হয়।
শাহআলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান জানান, কতিপয় মাদককারবারী শাহআলী থানার বি ব্লকের ১নং রোড এলাকায় প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় শাহআলী থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারযোগে পালানোর চেষ্টাকালে সানজিদা, রাজু ও মনিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১ হাজার ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যেই উক্ত স্থানে অবস্থান করছিল মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply