‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ্য-সবল বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে পালিত হয়েছে ‘বিশ্ব হাত ধোওয়া দিবস’।
মঙ্গলবার (১৯শে অক্টোবর) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ‘জানো প্রকল্প’-এর সহযোগিতায় বিশ্ব হাত ধোওয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সভায় সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
এ সময় গুরুত্বপূর্ণ আলোচনা করেন- জানো প্রকল্পের ডোমার উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার মো. শরিফুল ইসলাম, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমুখ।
Leave a Reply