স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন, পীরগঞ্জের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। একই সাথে হামলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ঘটনাস্থলে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেণ।
রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে সোমবার (১৮ অক্টোবর) রাতে পরিতোষ নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, ফেসবুকের গুজবে রাতে আগুনে পুড়ে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া। সব হারিয়ে নিঃস্ব হয় অর্ধশতাধিক পরিবার। এসময় ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply