বগুড়ার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন শহর সান্তাহারের একটি বাগান থেকে ছালমা বেগম (৪০) নামে এক লাশ উদ্ধার করেছে পুলিশ। ছালমা বেগম বগুড়া জেলার ধুনট উপজেলার পার নাটাবাড়ি গ্রামের আব্দুল গফুরের মেয়ে।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, ফেরি করে কাপড় বিক্রির জন্য বগুড়ার ধুনট থেকে গত ছয় বছর আগে একই জেলার আদমদীঘি উপ জেলার সান্তাহারে আসেন স্বামী পরিত্যাক্তা নারী ছালমা বেগম। উপজেলার সান্তাহার পৌর শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তিনি ফেরি করে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সর্বশেষ সান্তাহার কলসা সোনার পাড়া মহল্লার দেলু নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বাংলা টাইমসকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্থসংকটে পড়ে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে আসল কারণ জানা যাবে।
Leave a Reply