নীলফামারীর ডোমার পৌরসভার ৫ম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী গণেশ কুমার আগরওয়ালার নৌকা প্রতীকের প্রচারণা চালিয়েছে কর্মী-সমর্থকরা।
সোমবার (১৮ই অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় ডোমার বনওয়ারী মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নৌকার নির্বাচনী প্রধান কার্যালয়ে মিলিত হয়। আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর নৌকার প্রচারণা মিছিলে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।
আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এর আগে, পৌর এলাকার বিভিন্ন এলাকা থেকে নৌকা মার্কার সমর্থকরা প্রচারণার মাধ্যমে ‘নৌকা, নৌকা’ ধ্বনিতে একত্রিত হয়। প্রায় দুই হাজার নেতাকর্মীর বিশাল শোডাউনে নৌকার পক্ষে ভোট বিপ্লবের মাধ্যমে পৌরসভার উন্নয়নে গণেশ কুমার আগরওয়ালাকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।
ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌর নির্বাচনে নৌকার মেয়রপ্রার্থী গণেশ কুমার আগরওয়ালা বলেন, জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুগ্ধ হয়েছি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার মাধ্যমে কার্যক্রম অব্যাহত থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সকলের কাছে নৌকার পক্ষে ভোট কামনা করছি। জয়ী হলে পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করার দৃঢ় প্রত্যয়ে মাঠে নেমেছি।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ও ৫৭টি বুথে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply