করোনায় মারা গেলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। তিনি দীর্ঘদিন মার্কিন সেনাবাহিনীতে শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালে জুনিয়র জর্জ ডব্লিউ বুশের আমলে প্রথম কোনো আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে বলা হয়েছে-আমরা একজন অসাধারণ এবং প্রেমময় স্বামী, বাবা, দাদা এবং একজন মহান আমেরিকানকে হারিয়েছি। মার্কিন প্রশাসনের বিবৃতিতে আরও বলা হয়, কোভিড জটিলতায় ভোগা কলিন পাওয়েলের যত্নশীল চিকিৎসার জন্য আমরা চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানাই। পাওয়েলকে দুই ডোজ টিকা দেয়া হয়েছিল বলেও জানানো হয় বিবৃতিতে।
নেতৃস্থানীয় বেশ কয়েকজন মার্কিন রাজনীতিবিদদের বিশ্বস্ত সামরিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন পাওয়েল। ভিয়েতনাম যুদ্ধেও জড়িত ছিলেন তিনি। ওই যুদ্ধে তিনি আহতও হন যা পরবর্তীতে তার সামরিক ও রাজনৈতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
Leave a Reply