চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন। রোববার (১৭ অক্টোবর) সকালে জেলা শহরের টাউন ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন না করার ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে ময়েজ বলেন, ‘আমি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয়ভাবে পৌর নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে দলের প্রতি শ্রদ্ধা রেখে আমার মেয়র পদের প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, জহিরুল ইসলাম বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করায় মনিবার (১৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ সিনা মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে এখনও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী রোববার ( ১৭ অক্টোবর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ। ভোট গ্রহণের তারিখ ২ নভেম্বর।
Leave a Reply