লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যোগে গৃহহীন দুই পরিবার পেলো আপন ঠিকানা। সদর উপজেলার চরমনসা গ্রামে গৃহহীন মো রাসেল ও শাকচর ইউনিয়নের কহিনুর বেগমের কাছে রোববার (১৭ অক্টোবর)দুপুরে ঘরের চাবি আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।
জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুর ব্যক্তিগত খরচে ঘরগুলো নির্মাণ করা হয়। দুটি সেমিপাকা ঘর ৪ লাখ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে। যুবলীগের গৃহহীনদের ঘর হস্তান্তর কর্মসূচি কেন্দ্রীয় ভাবে উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, মানবিক যুবলীগের মানবিক কাজ করতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি। যুবলীগের আরোও মানবিক কাজ করতে চায়।
ঘর পেয়ে শাকচরের কহিনুর বেগম বলেন, যুবলীগের এ ঘর পেয়ে আমি খুব খুশি। এতো দিন একটি ঘরের অভাবে ঝড় বৃষ্টিতে ভিজছি। আজ থেকে ছেলে সন্তান নিয়ে নিরাপদ আশ্রয় পেলাম।
Leave a Reply