কক্সবাজারের টেকনাফ উপজেলার আইস সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে জব্দকৃত আইসের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মাদক আইস-এর সবচেয়ে বড় চালানসহ এর অন্যতম হোতা খোকনসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা কক্সবাজারের টেকনাফ এলাকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো।
শনিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply