ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) ইন্দোনেশিয়ায় আঘাত হানে ভূমিকম্প। এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। খবর আল জাজিরার।
মাত্র দুইদিন আগেই পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরই মধ্যে দ্বীপটিতে ভূমিকম্প আঘাত হানলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার (৩৮.৫ মাইল) উত্তরপূর্বাঞ্চলে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
দ্বীপটির তল্লাশি ও উদ্ধার এজেন্সির প্রধান গেড ডারমাডা বলেন, আমরা এখনও ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য সংগ্রহের চেষ্টা করে যাচ্ছি। দুর্ঘটনায় অনেকের হাড় ভেঙে গেছে, আবার কারও মাথায় আঘাত লেগেছে।
গত জানুয়ারিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১০৫ জন নিহত এবং আরও সাড়ে ৬ হাজার মানুষ আহত হয়।
Leave a Reply