ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৬ জনের পরিচয় পাওয়া গেছে। শনিবার (১৬ অক্টোবর) পৌনে ৩টার দিকে দুর্ঘটনায় মারা যান তারা।
নিহতরা হলো-ফজলুল হক আজমুল (৩২), মো. সিরাজ (৩৫), ফাতেমা বেগম (২৫), আব্দুল্লাহ (৬), আজমিনা (৮), নজরুল ইসলাম (৫০) ও হেলেনা (৪০)। প্রাথমিকভাবে তাদের বাড়ির ঠিকানা জানা যায়নি।
ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যায়। আহত হয় ১০ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply