সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর এ সময়ে মারা গেছে একজন। তবে আক্রান্তদের বেশির ভাগ রাজধানীর।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১৪১ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে। এছাড়া ৪২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা ৮৬৯ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৮১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছে ২১ হাজার ২০১ জন।এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২০ হাজার ২৪৯ জন রোগী। একই সময় ৮৩ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply