1. [email protected] : admin :
  2. [email protected] : Editor :
টিম ইন্ডিয়ার হেড কোচ দ্রাবিড় - বাংলা টাইমস
সোমবার, ২৩ মে ২০২২, ১১:৫৬ অপরাহ্ন

টিম ইন্ডিয়ার হেড কোচ দ্রাবিড়

বাংলা টাইমস ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আইপিএল শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় খবর ভারতীয় সিনিয়র দলের হেড কোচ হচ্ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড় ৷

 

বেশ কিছুদিন ধরেই একটা জল্পনা চলছিল যে কে হবে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ? নানান নাম শুনতে পাওয়া গেলেও বিসিসিআইয়ের পক্ষ থেকে সিলমোহর দেওয়া হয়েছে কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের নামে ৷

 

অনুর্ধ্ব ১৯ স্তরে সাফল্যের সঙ্গে কোচিং-এর দায়িত্ব সামলেছেন জ্যামি ৷ ময়াঙ্ক আগরওয়াল , পৃথ্বী শ, ঋষভ পন্থের মত নিজের হাতে গড়ে তুলেছেন ভারতীয় ক্রিকেট দ্য ওয়াল রাহুল দ্রাবিড়৷

 

সেই দ্রাবিড়ই এখন বিরাট-রোহিতদের হেড স্যার হচ্ছেন ৷ একদিকে যখন দুবাইয়ে জমজমাট ফাইনাল চলছে ঠিক তখনই অন্যদিকে সৌরভ-জয় শাহ জুটি বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের জন্য রাহুল দ্রাবিড়কে ৷ জানা গেছে, রাহুল দ্রাবিড়ও বিসিসিআইকে জানান যে তিনি এই গুরু দায়িত্ব সামলাবার জন্য প্রস্তুত ৷

 

কিছুদিনের মধ্যেই দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে ইস্তফা দেবেন এমনটাই জানা গেছে। ২০২৩ পর্যন্ত ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের দায়িত্ব সামলাবেন রাহুল ৷

 

বোলিং কোচ হিসাবে প্রাক্তন ভারতীয় প্রেসার পরশ মামরেকে নির্বাচিত করেছে বিসিসিআই৷ ব্যাটিং কোচ হিসাবে বিক্রম রাঠোর দায়িত্ব পালন করবেন ৷ আপাতত ২ বছরের জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের৷

 

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা সফরে যে ভারতীয় দল গিয়েছিল সেই দলের কোচিং করিয়েছিলেন তিনি ৷ এই দু’বছরের মেয়াদে রাহুল দ্রাবিড় ১০ কোটি টাকা বেতন পাবেন বলেই জানা গেছে।

 

রাহুলের সঙ্গে বেশ কিছু বিদেশি তারকাও ভারতীয় দলকে কোচিং করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু বোর্ডের কাছে সব থেকে নির্ভরযোগ্য মনে হয়েছে রাহুল দ্রাবিড়কেই।

 

রবি শাস্ত্রীর আগে আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ ছিলেন। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মত পার্থক্যের কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ বর্তমানে আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হেডকোচ অনিল কুম্বলে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট