ডিজিটাল সাদাছড়ি নিরাপদে পথ চলি এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ১৫ অক্টোবর (শুক্রবার) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার।
জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো: নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান, বোরহান উদ্দিন ভৃইয়া, প্রতিবন্ধী জসিম উদ্দিন, জহিরুল ইসলাম প্রমুখ। পরে ২৬ জন প্রতিবন্ধীর মাঝে ছড়ি বিতরন করেন অতিথিবৃন্দ । এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply