নীলফামারীর ডোমারে ‘দ্য ঈগলস ক্লাব’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষা কার্যক্রম পরিচালনার নিমিত্তে গঠিত ‘উন্মুক্ত পাঠশালা’-এর ৫ম সপ্তাহের পাঠদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ই অক্টোবর) ডোমার স্টেশন রোডের উত্তরণ গোষ্ঠী প্রাঙ্গনে প্রায় ৩০ জন শিক্ষার্থীর মাঝে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন শিক্ষক ও স্বেচ্ছাসেবকবৃন্দ। দ্য ঈগলস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক পলাশ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তানভীর নেওয়াজ আপনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা পাঠদান কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- দ্য ঈগলস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজমির রহমান রিশাদ, সহ-সভাপতি মো. মোরছালিন ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তপু ইসলাম, মাজহারুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম ইসলাম, রিফাত ইসলাম, মো. মেহেদী হাসান সৌরভ, কাওছার আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিশাদ ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৭ই সেপ্টেম্বর উন্মুক্ত পাঠশালার উদ্বোধন করা হয়। এখানে প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে পাঠদান পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply