ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের পর্দা নামবে শুক্রবার (১৫ অক্টোবর) কককাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে। টসে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। চেন্নাইয়ের বিপক্ষে আইপিএল শিরোপার চূড়ান্ত লড়াইয়ে কলকাতা দলে আছেন সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এউইন মরগ্যান।
কলকাতা নাইট রাইডার্স একাদশ : ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, অইন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী , লকি ফার্গুসন
চেন্নাই সুপার কিংস একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসিস, মইন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হেইজলউড
Leave a Reply