নরওয়েতে তীর ছুড়ে ৫ জনকে হত্যা করা হয়েছে। দেশটির কংসবার্গ নামক শহরে এক ব্যক্তির ছোড়া তীরে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ঘটনার পর হামলাকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ।
স্থানীয় সময় বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় নরওয়ের রাজধানী অসলো থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরের শহর কংসবার্গের একটি সুপারমার্কেটে তীর ধনুক হাতে ঢুকে পড়েন এক ব্যক্তি। এরপর মার্কেটের ভেতরে এলোপাতাড়ি তীর ছুড়তে থাকেন তিনি।
ওই ব্যক্তির ছোড়া তীরের আঘাতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন বলে জানায় স্থানীয় পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ হামলার পর হামলাকারী মার্কেট থেকে পালিয়ে যেতে চাইলে তাকে সেখানেই আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘটনায় জড়িত সন্দেহে ৩৭ বছরী এক ডেনমার্কের নাগরিককে আটক করেছে পুলিশ।
Leave a Reply