ইনক্রিমেন্ট কর্তনের পরিপত্র বাতিলসহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আবার আন্দোলনে নামছেন। আগামী ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
ওই কর্মসূচি বাস্তবায়নের লক্ষে প্রস্তুতিমূলক সভা করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সাবেক রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ওমর ফারুক সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা সভাপতি বিকাশ চন্দ্র শাহা।
সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। সভায় মোরেলগঞ্জের ১৭০টি নবসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশ গ্রহন করেন।
সভায় জানানো হয়, ‘নবসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইনক্রিেিমন্ট কর্তনের সিদ্ধান্ত দিয়ে অর্থমন্ত্রনালয় একটি পরিপত্র জারি করেছে। ওই পরিপত্র বাতিল, গ্রেডেশন তালিকায় অন্তর্ভূক্ত ও সরিয়ে দেওয়া প্রধান শিক্ষকদেরকে পূণর্বহালের দাবিতে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে’।
Leave a Reply