কুড়িগ্রামের চিলমারীতে ত্রাণের নিম্নমানের চাল ও পঁচা আলু ফেরত দেয়া থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ এলাকার ভানু রাম দাশসহ ৩৮ জন হতদরিদ্রকে ভালো মানের খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবুর রহমান ভানু রাম দাসসহ ওই ৩৮ হতদরিদ্রের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
এর আগে সোমবার (১১ অক্টোবর) দূর্গাপুজা উপলক্ষ্যে দরিদ্র হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে পঁচা আলু, চাল, সহ নিম্ন মানের ত্রাণ সামগ্রী বিতরন করায় ত্রাণ গ্রহিতারা চরম ক্ষোভ প্রকাশ করে। এ সময় ভানু রাম দাশ (৭০) নামে এক ব্যক্তি উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এসে ফেরত দিয়ে যান। পরে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ঘটনার সত্যতা পেয়ে নিম্ন মানের ত্রাণ সামগ্রী বিতরন না করে ত্রাণের মান যাচাই পূর্বক খাবার উপযুক্ত ত্রাণ বিতরন করার নির্দেশ দেন।
জানা গেছে, উপজেলায় এ বছর ৩২টি মন্ডপে দূর্গাপুজা পূজা উদযাপন হচ্ছে। দূর্গাপুজা উপলক্ষে কর্তৃপক্ষের সিন্ধান্ত মোতাবেক হতদরিদ্র হিন্দু পরিবারের মাঝে তাদের আবেদনের পেক্ষিতে রাজস্ব খাতের টাকায় চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী দেয়ার সিন্ধান্ত নেয়া হয়। সিন্ধান্ত মোতাবেক সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে ১৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেলেও তা নিম্নমানের হওয়ায় খুশি হতে পারেনি ত্রাণ নিতে আশা পরিবার গুলো। এর প্রতিবাদে ভানু রাম দাশ তাকে দেয়া ত্রানের খাদ্য সহায়তা ফেরত দেন। এ ঘটনায় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
Leave a Reply